Print Paper - news69bd.com - Publish Date : 13 August 2019

এক্সপ্রেস মানির রেমিট্যান্সে ইসলামী ব্যাংকের আকর্ষণীয় উপহার

এক্সপ্রেস মানির রেমিট্যান্সে ইসলামী ব্যাংকের আকর্ষণীয় উপহার

অর্থনৈতিক ডেস্ক, ১৩ আগস্ট : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘এক্সপ্রেস মানি’ এর যৌথ উদ্যোগে ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইনের আওতায় এক্সপ্রেস মানির মাধ্যমে পাঠানো অর্থ ইসলামী ব্যাংকের যে কোন শাখা থেকে উত্তোলনের জন্য রেমিট্যান্স সুবিধাভোগীদের আকর্ষণীয় উপহার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ সুবিধাটি আগামী ২২ আগস্ট পর্যন্ত চলবে।

সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘এক্সপ্রেস মানি’ এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকারিয়া মাহমুদ, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম ও মো. আব্দুল জব্বারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।