Print Paper - news69bd.com - Publish Date : 11 July 2019

ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

‘আর্থিক উৎকর্ষতা ও নিরাপদ সঞ্চয়ে ইসলামী ব্যাংক আপনার পাশে’ শীর্ষক শ্লোগানকে ধারণ করে গত সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, মুহাম্মদ কায়সার আলী, তাহের আহমেদ চৌধুরী ও মো. ওমর ফারুক খান।

অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম ও মো. সালেহ ইকবাল, ব্যাংকের বিভিন্ন ডিভিশন, ঢাকাস্থ জোন ও শাখাগুলোর প্রধানসহ উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ৬ আগস্ট ২০১৯ পর্যন্ত সারাদেশে মাসব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে।