Print Paper - news69bd.com - Publish Date : 27 April 2019

গোপালগঞ্জে জায়ান চৌধুরীর আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন

গোপালগঞ্জে জায়ান চৌধুরীর আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন

মাইনউদ্দিন পরান, ২৭ এপ্রিল: শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ সব নিহতদের আত্মার শান্তি কামনায় গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসচী পালন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি-ক্লিন,গোপালগঞ্জ।মোমবাতি প্রজ্জ্বলনের পর নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে শোক সভায় বক্তব্য রাখেন বিডি ক্লিন গোপালগঞ্জ শাখার উপদেষ্টা মাহাবুবুর রহমান, প্রদ্যোত রায়, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক  শাহ আলম, সাংবাদিক রাজীব আহমেদ রাজু  প্রমুখ।

বক্তারা নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করেন এবং ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের নিন্দা জানান। পাশাপাশি এই ঘটনায় জড়িত সব অপরাধীর শাস্তির দাবি জানান।

এসময় সংগঠনটির গোপালগঞ্জ জেলা সমন্বয়ক সুজন দাস ছাড়াও বিডি-ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।