Print Paper - news69bd.com - Publish Date : 15 April 2019

ম্যারাডোনার নাতি রিভার প্লেটে!

ম্যারাডোনার নাতি রিভার প্লেটে!

স্পোর্টস ডেস্ক, ১৫ এপ্রিল : তার অভিধানে শেষ কথা বলে কিছু নেই। আজ যে বন্ধু, কালই সে শত্রু। শুধু বোকা জুনিয়র্সের প্রতি ভালোবাসায় কখনও ছেদ পড়েনি দিয়েগো ম্যারাডোনার। ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তির প্রাণের ক্লাব বোকা।

সেই ম্যারাডোনার নাতি কি না পেশাদার ফুটবলে পা রাখলেন বোকার চিরশত্রু রিভার প্লেটের জার্সিতে! গত পরশু আর্জেন্টাইন লিগে মৌসুমের শেষ ম্যাচে রিভার প্লেটের জার্সিতে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী হার্নান লোপেজের।

টাইগ্রের সঙ্গে ম্যাচটা ২-২ গোলে ড্র হলেও দারুণ এক গোলে নিজের অভিষেক রাঙিয়েছেন লোপেজ। তার দাদি আনা ম্যারাডোনার আপন বোন।

শত্রু শিবিরে নাম লেখালেও নাতির পারফরম্যান্সে নাকি দারুণ খুশি ম্যারাডোনা। লোপেজও যে তার মতো প্লেমেকার। পজিশনের মতো খেলার ধরনেও দারুণ মিল।

বর্তমানে মেক্সিকান ক্লাব দোরাদোসে ম্যারাডোনার সহকারী কোচ লোপেজের বাবা দানিয়েল লোপেজ। তিনিই জানিয়েছেন, ‘গায়ে যে জার্সিই থাকুক হার্নানের পারফরম্যান্সে খুবই খুশি দিয়েগো। মামা তাকে অন্তর থেকে শুভকামনা জানিয়েছেন।’