Print Paper - news69bd.com - Publish Date : 15 April 2019

ইরান ও চীন সফরে যাচ্ছেন ইমরান খান

ইরান ও চীন সফরে যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, ১৫ এপ্রিল : চলতি মাসেই ইরান ও চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ছাড়াও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এই সফরে।

রোববার মুলতানে সাংবাদিকদের কাছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানান, আগামী ২১ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খান ইরান সফর করবেন। সেখানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তাঁর বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে।

কুরেশি জানান, আগামী ২৫ এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বিশেষ আমন্ত্রণে তিনদিনের সফরে চীন যাবেন ইমরান খান। পরের দিন ২৬ এপ্রিল বিশ্বের শতাধিক দেশের আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ তৎপরতা চালাচ্ছেন ইমরান খান। এ ছাড়া এপ্রিলের শেষদিকে অথবা মে মাসের শুরুর দিকে জাপান সফরের কথা রয়েছে তাঁর।