Print Paper - news69bd.com - Publish Date : 14 March 2019

বিদ্যুৎ বিল গ্রহণে ইসলামী ব্যাংক ও ডেসকো’র চুক্তি স্বাক্ষর

বিদ্যুৎ বিল গ্রহণে ইসলামী ব্যাংক ও ডেসকো’র চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৪ মার্চ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর মধ্যে বিদ্যুৎ বিল গ্রহণ সংক্রান্ত একটি চুক্তি ১১ মার্চ সোমবার রাজধানীর একটি হোটেলে স্বাক্ষরিত হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. শহীদ সরোয়ার এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এবং ডেসকো’র কোম্পানি সচিব এস. এম. জামিল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ডেসকো’র গ্রাহকগণ ইসলামী ব্যাংকের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মো.আমিনুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইয়া ও এম. জুবায়ের আজম হেলালী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ডেসকো এর পরিচালক মো. সাইফুল ইসলাম, মো. মাসুদ চেীধুরী, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ও জগদিশ চন্দ্র মন্ডলসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।