Print Paper - news69bd.com - Publish Date : 11 October 2018

উড়িষ্যা উপকূলে তীব্র বেগে আঘাত হেনেছে ‘তিতলি’

উড়িষ্যা উপকূলে তীব্র বেগে আঘাত হেনেছে ‘তিতলি’

ঢাকা, ১১ অক্টোবর : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় প্রচণ্ড শক্তিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে সকাল সাড়ে ৬টা নাগাদ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ঝড়টি।

ঝড়ের গতিবেগ ছিল প্রাথমিকভাবে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। অন্ধ্রে প্রলয়কাণ্ড চালিয়ে উত্তরের দিকে এসে উড়িষ্যার গানজাম জেলায় আছড়ে পড়ার সময় এর তীব্রতা কিছুটা কমে যায়। সেসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টিপাত দেখা যায়।

ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে সে দেশের প্রশাসন। সমুদ্র সৈকতে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। ঝড়ের প্রভাবে বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়েছে।

বেহরামপুর- গোপালপুরের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে এনডিআরএফের দল পৌঁছেছে উপকূলবর্তী এলাকায়। উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে প্রায় তিন লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র : জি নিউজ