Print Paper - news69bd.com - Publish Date : 10 July 2018

লন্ডনে নওয়াজের ঘরে ইমরান কর্মীদের হামলা

লন্ডনে নওয়াজের ঘরে ইমরান কর্মীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জুলাই : লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে হামলা চালিয়েছেন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা।

স্থানীয় সময় রোববার নওয়াজের বড় ছেলে হুসাইন নওয়াজের বাসার সামনে বিক্ষোভ মিছিল বের করেন ক্ষুব্ধ পিটিআই কর্মীরা। এ সময় তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

পরে লন্ডন পুলিশের হস্তক্ষেপে তারা চলে যেতে বাধ্য হন। এর আগে তারা নওয়াজ শরিফের ঘরেও প্রবেশ করেছিলেন। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে লন্ডন পিটিআই। খবর জিও নিউজের।

শুক্রবার দুর্নীতি মামলায় নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদার আওয়ানকে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সোমবার সাফদারকে আটক করেছে পাকিস্তানের জাতীয় জবাবদিহি সংস্থা (এনএবি)। দুর্নীতির মামলায় নওয়াজ পরিবারের এ সাজায় বেশ খুশি পিটিআই নেতাকর্মীরা। আদালতের রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ করেন তারা। নওয়াজ ও মরিয়ম দেশে ফিরে না যাওয়ায় লন্ডনে পিটিআই শাখা বিক্ষোভ র‌্যালি করে।

রোববার বিকালে একদল যুবক হুসাইনের বাসার সামনে এসে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। হঠাৎই কয়েকজন যুবক প্রথমে ফ্ল্যাটে ইট ছুড়তে শুরু করে।

এ সময় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)-এর কর্মী এজাজ গুলের ওপর ট্রলিও নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। হুসাইন নওয়াজ ঘর থেকে বের হয়ে এলে দুর্বৃত্তদের হাতে অস্ত্র দেখে ভেতরে চলে যান।

এ ঘটনার তদন্ত করছে লন্ডনের নিরাপত্তা বাহিনী। বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযোগ অস্বীকার করে পিটিআই লন্ডন শাখার মুখপাত্র জানান, ‘নওয়াজ শরিফ পরিবারের বাসভবনে হামলায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। হুসাইন নওয়াজের বাসায় হামলার সঙ্গে আমাদের কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।