Print Paper - news69bd.com - Publish Date : 21 June 2018

কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল অধিনায়ক সিলভা

কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল অধিনায়ক সিলভা

স্পোর্টস ডেস্ক, ২১ জুন : আবার দলের অধিনায়ক পরিবর্তন করলেন ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মার্সেলোকে দলের অধিনায়ক ঘোষণা করেন তিতে। ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

শুক্রবার রাত ১২টায় সেন্ট পিটারবার্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন থিয়াগো সিলভা।

ব্রাজিল কোচ আসলে বলতে চান, দলের সব খেলোয়াড়ের নেতৃত্ব নেওয়ার সক্ষমতা রয়েছে। তাছাড়া দলে সবার ভূমিকা সমান- এ বার্তাও দিতে চান তিনি। সেকারণেই অধিনায়কের ব্যান্ড হাত বদল হচ্ছে ঘনঘন।

থিয়াগো সিলভা এর আগেও একাধিকবার ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি অধিনায়ক ছিলেন গত বছরের জুনে। ওই ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল।

এছাড়া পিএসজির হয়ে নিয়মিত অধিনায়কের দায়িত্ব সামলান থিয়াগো সিলভা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে দলটির অধিনায়কের আর্মব্যান্ড ছিল সিলভার হাতেই। অবশ্য জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারার ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। চার বছর পর রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচে আবার দায়িত্ব দেওয়া হলো থিয়াগো সিলভাকে।