Print Paper - news69bd.com - Publish Date : 10 June 2018

সালমান খানকে হত্যার ছক ফাঁস

সালমান খানকে হত্যার ছক ফাঁস

বিনোদন ডেস্ক, ১১ জুন : কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে গেল কিনা কাল কেউটে! সম্প্রতি গ্রেফতার হওয়া গ্যাংস্টার সম্পত নেহরার বিস্ফোরক স্বীকারোক্তিতে জানা গেল, বলিউডের সুপারস্টার সালমান খানকে সে হত্যার ছক কষেছিল।

কে এই সম্পত? এই সপ্তাহের শুরুর দিকেই একাধিক অপরাধের অভিযোগে তাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে হরিয়ানার বিশেষ তদন্তকারী দল।

রাজস্থানে কৃষ্ণসার হরিণকে যারা পুজো করেন, সেই বিষ্ণোই সম্প্রদায়ের যুবক সম্পতের পরিচয় সে শার্প শুটার। লরেন্স বিষ্ণোই নামের কুখ্যাত মাফিয়া ডনের হয়ে সে কাজ করত।

পুলিশের কাছে ২৮ বছর বয়সের সম্পত জানিয়েছে, লরেন্সের নির্দেশেই সালমান খানের ওপর নজরদারি চালানোর জন্য সে গিয়েছিল মুম্বাইয়ে। হত্যার ছক কার্যকর করার জন্য মুম্বাইয়ে সালমানে বাড়ির ছবি তুলে রেখেছিল নিজের মোবাইল ফোনে। কোন পথ দিয়ে বলিউড নায়ক যাতায়াত করেন, তার ওপরেও নজরদারি চালিয়েছিল সম্পত।

২০ বছর আগেকার কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়েছেন সালমান খান। জোদপুর সেন্ট্রাল জেলে দুরাত কাটানোর পর তিনি জামিন পেয়েছেন। তার জামিনে ক্ষোভে ফুটছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। হুমকি দিয়ে মাফিয়া ডন লরেন্স বিষ্ণোই জানিয়েছিল, সালমান খানকে হত্যা করা হবে।

সেই পরিকল্পনা কার্যকর করার জন্য লরেন্স যে শার্প শুটার সম্পতকে দায়িত্ব দিয়েছে, সে কথা আগে জানতেও পারেনি পুলিশ। গত ৬ জুন হায়দারাবাদ থেকে গ্রেফতার হয় সম্পত। সলমনকে হত্যার চেষ্টা সফল হলে সে বিদেশে পালিয়ে যেত বলে জানিয়েছে।