Print Paper - news69bd.com - Publish Date : 16 May 2018

এই ঈদেও শাকিব-অপু!

এই ঈদেও শাকিব-অপু!

বিনোদন ডেস্ক, ১৬ মে : যৌথ প্রযোজনা ও সাফটা চুক্তিতে আমদানি করে আনা সিনেমা মুক্তি দেয়া যাবে না, এমটাই আদেশ দিয়েছেন আদালত। এই আদেশের প্রেক্ষিতে আসছে রোজার ঈদে অনিশ্চিত শাকিব খানের ‘ভাইজান এলো রে’ এবং মিম-জিতের ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবি দুটি।
 
ছবি দুটি সরে যাওয়ায় মুখে নড়েচড়ে বসেছেন বাংলাদেশের দুই ছবির প্রযোজক। একজন ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির, অন্যজন হলেন ‘পাঙ্কু জামাই’র।
 
গেল সপ্তাহেই পরিচালক শামীমুল ইসলাম শামীম জানিয়েছেন, ঈদে তিনি মুক্তি দিতে চাইছেন তার সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। আর এবার জানা গেল, ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটিরও।