Print Paper - news69bd.com - Publish Date : 14 May 2018

সার্ক উৎসবে বাংলাদেশের দুই ছবি

সার্ক উৎসবে বাংলাদেশের দুই ছবি

বিনোদন ডেস্ক, ১৫ মে : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামী ২২ মে অনুষ্ঠিত হচ্ছে ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৮। চলবে ২৭ মে পর্যন্ত।

উৎসবের তিনটি বিভাগে সার্কভুক্ত দেশের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসবে বাংলাদেশের ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের সার্ক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা ফিচার বিভাগে প্রদর্শিত হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্র।

এছাড়াও উৎসবের মাস্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’ নামের দুটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র।

উল্লেখ্য, এর আগে ৭ম সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৭-তে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য পুরস্কার অর্জন করেছিল।