Print Paper - news69bd.com - Publish Date : 14 May 2018

ঈদে একসঙ্গে তারা

ঈদে একসঙ্গে তারা

বিনোদন ডেস্ক, ১৪ মে : আসছে ঈদ উল ফিতরের বিশেষ নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। মুরসালিন শুভ`র গল্প ভাবনা ও নির্দেশনায় নির্মাণাধীন এই নাটকের নাম ‘তোমাকে চাই’। নাটকটি প্রযোজনা করছে গ্লোব এন্টারটেইনমেন্ট।

রোববার (১৩ মে) থেকে উত্তরায় শুটিং শুরু হওয়া এই নাটকটি প্রসঙ্গে স্নিগ্ধা মোমিন বললেন, `এই নাটকটির মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে আবারো কাজ করলাম। এর আগে ২০১৩ সালে রেদোয়ান রনি পরিচালিত `রেডিও চকোলেট` নাটকে উনার সঙ্গে অভিনয় করেছিলাম। নাটকটির গল্প কমেডি-রোমান্টিক ঘরানার। তবে নাটকটির প্লট খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি নাটকটি ঈদে দর্শকদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলবে।`

মুহাম্মদ আবু রাজিনের রচনা, চিত্রনাট্য ও সংলাপে নির্মাণাধীন নাটকটিতে মোশাররফ করিম-স্নিগ্ধা মোমিন ছাড়া আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদসহ অনেকে। নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।