adimage

১৮ Jul ২০১৮
সকাল ০৫:২৪, বুধবার

চলে গেলেন বীর প্রতীক কাকন বিবি

আপডেট  03:01 AM, মার্চ ২২ ২০১৮   Posted in : জাতীয়    

চলেগেলেনবীরপ্রতীককাকনবিবি

সিলেট, ২২ মার্চ : না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযুদ্ধের বীরকন্যা বীরপ্রতীক কাকনবিবি। বুধবার রাত ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের উপপরিচালক দেবপ্রদ রায় কাকনবিবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কাকনবিবি খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি ভারতের খাসিয়া পাহাড়ের পাদদেশের এক গ্রামে। ১৯৭০ সালে দিরাই উপজেলার শহীদ আলীর সঙ্গে কাকনের বিয়ে হয়। বিয়ের পর তার নাম পরিবর্তিত হয়। নতুন নাম হয় নূরজাহান বেগম।

তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঝিরাগাঁওয়ে। তিন দিনের কন্যাসন্তান সখিনাকে রেখে তিনি যুদ্ধে যান। তিনি বীরযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের গুপ্তচর।

তবে তিনি শুধু গুপ্তচর হিসেবেই কাজ করেননি, সম্মুখযুদ্ধেও অংশ নেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়। 

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul