adimage

২৭ Jun ২০১৯
সকাল ০৪:১৮, বৃহস্পতিবার

তেলেগু ছবির পোস্টারে বাংলাদেশের মেঘলা

আপডেট  05:22 AM, সেপ্টেম্বর ১৮ ২০১৮   Posted in : বিনোদন    

তেলেগুছবিরপোস্টারেবাংলাদেশেরমেঘলা

বিনোদন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর :‘সাকালা কালা ভাল্লাভুডু’ নামের একটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। এতে মেঘলার বিপরীতে অভিনয় করেছেন তেলেগু ছবির পরিচিত মুখ তানিস্ক রেড্ডি। সম্প্রতি ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। ছবির শুটিং, গান, ডাবিং সবকিছু শেষ। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তির কথা রয়েছে। 

অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেলে তৈরি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ ছবিটি পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা। গত বছরের ডিসেম্বরে হায়দরাবাদে অডিশন দিয়ে এ ছবিতে অভিনয়ের সুযোগ পান মেঘলা। ছবিটিতে অভিনয়ের জন্য তেলেগু ভাষা শিখতে হয়েছে তাকে। ছবিটির শুটিং শুরু হয়েছিল ৫ জানুয়ারি। তামিলনাড়ু, কেরালা ও রামুজি ফিল্ম সিটিতে এ ছবির শুটিং হয়েছে। 

বাংলাদেশে মডেলিংয়ের পাশাপাশি মেঘলা অভিনয় করেছেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ এর মতো ছবিতে। এসব ছবিতে মেঘলার চরিত্রের পরিসর ছিল ছোট। বড় চরিত্রে এই প্রথম দেখা যাবে মেঘলাকে। -বিডি প্রতিদিন

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul