adimage

২৪ Jul ২০১৯
সকাল ১০:১৪, বুধবার

কেমন আছেন ইরফান খান!

আপডেট  04:47 AM, Jul ১৭ ২০১৮   Posted in : বিনোদন    

কেমনআছেনইরফানখান!

বিনোদন ডেস্ক, ১৭ জুলাই : নিউরো এন্ডোক্রিন টিউমার আক্রান্ত ইরফান খান রবিবার দুপুরে কিছুক্ষণের জন্য টুইটারে হাজির হলেন এবং নিজের প্রোফাইল পিকচার বদল করলেন। আর কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা ভাইরাল হয়ে গেল। ছবিতে ইরফান খানকে একটা কাঁচের দরজার বাইরে হলুদ টি-শার্ট পরে, গলায় ইয়ারফোন ঝোলানো অবস্থায় দেখা যাচ্ছে।

তাঁর মুখ জুড়ে রয়েছে বহুমূল্য হাসি। টুইটার ব্যবহারকারীদের ধারণা ছবিটা লন্ডনে তোলা, যেখানে বছর 51-র এই তারকার চিকিৎসা চলছে। তাছাড়াও, ইরফান খান তাঁর আসন্ন সিনেমা কারোয়াঁ-র প্রোমোশনের জন্য টুইটার ব্যবহার করছেন। সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন মালয়ালাম অভিনেত্রী দালকুয়ার সলমান এবং মিথিলা পালকার।

 গত মাসে ইরফান খান হিন্দি মিডিয়ামে অভিনয়ের জন্য আইআইএফএ সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। তাঁর অনুপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর দলের সদস্যদের হাতে। টুইটারে আইআইএফএ-কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ধন্যবাদ জানাই আইআইএফএ-কে এবং দর্শকদের যারা আমার চলার পথের একটা অংশ।“

মার্চ মাসে নিউরোএন্ডোক্রিন টিউমারের সঙ্গে লড়াইয়ের খবর ইরফান খান ঘোষণা করেন। “জানতে পারলাম আমি দুরারোগ্য নিউরোএন্ডোক্রিন টিউমার আক্রান্ত। আশা করি আমি আরও অনেক গল্প বলতে ফিরে আসবো”, পোস্টের একটা অংশে তিনি লিখেছিলেন। সূত্র: এনডিটিভি

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul