adimage

২৩ অক্টোবর ২০১৯
বিকাল ০৬:২৬, বুধবার

সৌরভকে টপকে ধোনির পেছনে কোহলি

আপডেট  07:39 AM, অক্টোবর ১০ ২০১৯   Posted in : স্পোর্টস    

সৌরভকেটপকেধোনিরপেছনেকোহলি

স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর :  টেস্ট ক্রিকেটে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ায় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে গেলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে নেমেই এই কৃতিত্ব গড়লেন তিনি। এই তালিকায় কোহলির সামনে এখন আছেন কেবল একজন- ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি।

টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে মাঠে নামার মাইলফলক স্পর্শ করলেন কোহলি। টপকে গেলেন সৌরভকে। দেশকে ৪৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ‘দাদা’।

আগস্টেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছিলেন বিরাট। তার নেতৃত্বে ভারতীয় দল এখনো পর্যন্ত ৪৯ টেস্টের ২৯টিতে জিতেছে। হেরেছে ১০টিতে। ড্র হয়েছে ১০ টেস্ট।

অধিনায়ক হিসেবে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধোনি। এর মধ্যে দলকে জিতিয়েছেন ২৭টি ম্যাচে। হার ১৮ম্যাচে। ড্র ১৫ ম্যাচ।

২০১৪ সালে ধোনির হাত থেকেই টেস্টে নেতৃত্বের ব্যাটন আসে কোহলির হাতে। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে দুই ইনিংসেই শতরান করেছিলেন। যদিও হেরে গিয়েছিল ভারত। হারলেও কোহলি বুঝিয়ে দিয়েছিলেন অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক থাকবেন তিনি। সেই ধারা এখনো অব্যাহত রেখেছেন তারকা এই ক্রিকেটার।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul