adimage

২৪ অগাস্ট ২০১৯
বিকাল ০৯:২৮, শনিবার

বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ মেসি

আপডেট  02:04 AM, Jun ১৩ ২০১৯   Posted in : স্পোর্টস    

বিশ্বেরসবচেয়েধনীক্রীড়াবিদমেসি

স্পোর্টস ডেস্ক, ১৩ জুন : যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ১২৭ মিলিয়ন ডলার নিয়ে তালিকার শীর্ষে আছেন। মেসি তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলেছেন।

গত এক বছরে জুভেন্টাস ও পর্তুগাল তারকা রোনালদোর আয় ছিল ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। শীর্ষ তিন তালিকায় তৃতীয় ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন ব্রাজিল ও প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার নেইমার। ১০৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে নেইমার তালিকায় তৃতীয় হয়েছেন।

৯৪ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন মেক্সিকোর মিডলওয়েট বক্সিং তারকা সাও কানেলো আলভারেজ। ৯৩.৪ মিলিয়ন ডলার আয় করে শীর্ষ পাঁচে আরো আছেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার।

একমাত্র নারী ক্রীড়াবিদ হিসেবে এই তালিকায় আছেন সেরেনা উইলিয়াম। মার্কিন এই টেনিস তারকা গত বছর ২৯.২ মিলিয়ন ডলার আয় করে তালিকায় ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul