adimage

২৬ মে ২০১৯
সকাল ০১:৪১, রবিবার

অস্ট্রেলিয়ান তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতের ব্যাটিং লাইন

আপডেট  05:03 AM, ডিসেম্বর ০৬ ২০১৮   Posted in : স্পোর্টস    

অস্ট্রেলিয়ানতাণ্ডবেলণ্ডভণ্ডভারতেরব্যাটিংলাইন

স্পোর্টস ডেস্ক, ৬ ডিসেম্বর  : অস্ট্রেলিয়ান বোলারদের দাপটে লণ্ডভণ্ড হয়ে পড়েছে ভারতের ব্যাটিং লাইন। অ্যাডিলেডে প্রথম টেস্টের প্রথম দিনে আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৫৬ রান তুলতেই তাদের ৪ উইকেটের পতন ঘটেছে।

এখন রোহিত শর্মা ১৯, চেতনেশ্বর পুজারা ১১ রানে ক্রিজে রয়েছেন।

লোকেশ রাহুল ২, মুরালি বিজয় ১১, অধিনায়ক বিরাট কোহলি ৩, আজিঙ্কা রাহানে ১৩ রানে বিদায় নিয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজলউড ২টি, স্টার্ক ও কুমিন্স ১টি করে উইকেট নিয়েছেন।
 
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ : মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রেভিস হেড, টিম পেইন (অধিনায়ক/উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথন লায়ন ও জোশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক)।

ভারতের প্রথম একাদশ : মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঈশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ৷


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul