adimage

২২ অগাস্ট ২০১৯
বিকাল ০৭:২৭, বৃহস্পতিবার

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫০৮ রান

আপডেট  03:28 PM, ডিসেম্বর ০১ ২০১৮   Posted in : স্পোর্টস    

প্রথমইনিংসেবাংলাদেশেরসংগ্রহ৫০৮রান

স্পোর্টস ডেস্ক, ১ ডিসেম্বর : মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ১৩৬, অধিনায়ক সাকিব আল হাসান ৮০, সাদমান ইসলাম ৭৬, লিটন দাস ৫৪, মোমিনুল হক-মোহাম্মদ মিথুন ২৯ করে, তাইজুল ইসলাম ২৬, সৌম্য সরকার ১৯, মেহেদি হাসান মিরাজ ১৮, মুশফিকুর রহিম ১৪ ও নাইম হাসান অপরাজিত ১২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু-কেমার রোচ-জোমেল ওয়ারিকান-ক্রেইগ ব্রাফেট ২টি করে এবং রোস্টন চেজ-শিরমন লুইস ১টি করে উইকেট নেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul