adimage

২২ অগাস্ট ২০১৯
বিকাল ০৭:২১, বৃহস্পতিবার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট  04:00 AM, নভেম্বর ০৩ ২০১৮   Posted in : স্পোর্টস    

টসহেরেফিল্ডিংয়েবাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ৩ নভেম্বর : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় অভিষেক ঘটছে আরিফুল হক ও নাজমুল ইসলামের। এক পেসার ও তিন বাঁ হাতি বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এই ম্যাচের মধ্য দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক ঘটল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। অভিষেক টেষ্টকে স্মরণীয় করে রাখতে টস হয়েছে বিশেষ কয়েনে। টসের সময় বিশেষ স্মারকও উপহার দেওয়া হয় দুই দলের অধিনায়ককে। সাকিব-তামিম ছাড়া গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্লুমফন্টেইন টেষ্টেও মাঠে নেমেছিল বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম ও আবু জায়েদ।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul