adimage

২৪ Jul ২০১৯
সকাল ১০:১৫, বুধবার

মেসির সঙ্গে বার্সায় খেলতে পগবার পণ

আপডেট  06:01 AM, অগাস্ট ১০ ২০১৮   Posted in : স্পোর্টস    

মেসিরসঙ্গেবার্সায়খেলতেপগবারপণ

স্পোর্টস ডেস্ক, ১০ আগস্ট : যে কোনো মূল্যে লিওনেল মেসির সঙ্গে খেলতে বার্সেনোলায় যেতে চান পগবা। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ২৫ বছর বয়সী এই ফুটবলার বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে আগ্রহী। তিনি ম্যানইউতে সপ্তাহে যে বেতন পান তার দ্বিগুণ পাবেন বার্সেলোনায়।

বুধবার পগবা ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে যান নিজে গাড়ি না চালিয়ে। গাড়িতে বসে থাকার সময় তিনি ক্যামেরার মুখোমুখিও হননি। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, পগবা শুধু কোচ হোসে মরিনহোর সঙ্গে কথা বলতে ওল্ড ট্রাফোর্ডে গিয়েছিলেন।

শোনা যাচ্ছে, ম্যানইউতে তিনি বন্ধুদের জানিয়েছেন, মেসির সঙ্গে খেলাই তার স্বপ্ন। ব্রিটিশ প্রচার মাধ্যমের খবর, আগামী সাতদিনের মধ্যে সব কিছু মিটিয়ে পগবা ম্যানইউ ছাড়তে চান। ফরাসি তারকার এজেন্ট এখন বার্সেলোনা ও ম্যানইউর সঙ্গে কথা বলছেন। 

সাংবাদিকদের তার এজেন্ট বলেছেন, ‘পলের (পগবা) ব্যাপারে আমি চূড়ান্ত কিছু বলব না। আপনাদের যা জানার তা ম্যানইউর কাছ থেকে জানতে হবে। ম্যানইউর সঙ্গে পগবার চুক্তি ২০২১ সাল পর্যন্ত।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul