adimage

২৪ জানুয়ারী ২০১৯
বিকাল ০৬:২৫, বৃহস্পতিবার

নেতা ধোনিকে আগেই চিনেছিলেন শচীন!

আপডেট  05:50 AM, মে ১৩ ২০১৮   Posted in : স্পোর্টস    

নেতাধোনিকেআগেইচিনেছিলেনশচীন!

স্পোর্টস ডেস্ক, ১৩ মে : ভারত ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০১১ সালে বিশ্বকাপ জয় করে ভারত। তার অধিনায়ক হওয়ার পিছনে শচীন টেন্ডুলকারের ভূমিকা ছিল বলে আগেই জানিয়েছিলেন ধোনি। আর এ ব্যাপারে এবার মুখ খুললেন মাস্টার ব্লাস্টার।

শুক্রবার এক টেলিভিশন সাক্ষাত্কারে শচীন বলেন, ধোনির মধ্যে অধিনায়ক হওয়ার সহজাত গুণাবলী লক্ষ্য করেছিলাম। মাস্টার ব্লাস্টার বলেন, "যখনই আমি স্লিপে ফিল্ডিং করতাম, ধোনির সঙ্গে আলোচনা চলত। ফিল্ডিং পজিশন কী হতে পারে তা নিয়ে কথা বলতাম। আমি নিজের মতামত জানাতাম। ধোনিও ওর মতামত জানাত। ওই কথাবার্তার মধ্যে দিয়েই ধোনির নেতৃত্ব দেওয়ার গুণের কথা আমি বুঝতে পেরেছিলাম।"

উল্লেখ্য, শচীনের দীর্ঘদিনের বিশ্বকাপ জয়ের সাধপূরণ হয়েছে ২০১১ সালে ধোনির নেতৃত্বেই।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul