adimage

১৮ সেপ্টেম্বর ২০১৯
সকাল ০৩:৫৯, বুধবার

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

আপডেট  07:14 PM, Jun ০৫ ২০১৮   Posted in : সিলেট    

চাঁপাইনবাবগঞ্জেবজ্রপাতেনিহত৩

চাঁপাইনবাবগঞ্জ, ৬ জুন : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন।

তারা হলেন সোনাপট্টি গ্রামের তৈমুর রহমানের ছেলে গাউস আলী (২২), নুরুল ইসলামের ছেলে ফয়সাল আলী (১৫) ও ইসাহাক আলীর ছেলে আমন আলী (১৬)।

মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনজনই ঘটনাস্থলে মারা যান। এ সময় তারা নিজেদের আমবাগান পাহারা দিচ্ছিলেন বলে জানা গেছে।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul