adimage

২০ মে ২০১৯
সকাল ১১:০৩, সোমবার

হামলাকারী সুনামগঞ্জের ফয়জুল

আপডেট  09:14 PM, মার্চ ০৩ ২০১৮   Posted in : সিলেট    

হামলাকারীসুনামগঞ্জেরফয়জুল

সিলেট, ৪ মার্চ : জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৪) বলে জানা গেছে। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হাফেজ আতিকুর রহমানের ছেলে। তবে ফয়জুলের বাবা দেড় বছর আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়া এলাকায় জমি কিনে বাড়ি করে সপরিবারে বসবাস শুরু করেন।

ফয়জুলের বাবা আতিকুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশের টুকেরবাজারে একটি মাদরাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়জুলদের পরিবারের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

তবে জাফর ইকবালের ওপর হামলার পর ফয়জুলদের পরিবারের সদস্যরা শেখপাড়ার বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছে বলে জানিয়েছে প্রতিবেশীরা। তখনো প্রতিবেশীরা জানত না যে ফয়জুলই অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, ফয়জুল মাদরাসা শিক্ষার্থী বলে এলাকায় পরিচয় দিতেন। তবে কোন মাদরাসার শিক্ষার্থী সে তথ্য কেউ জানে না।

 


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul