adimage

২৪ Jul ২০১৯
সকাল ১১:২২, বুধবার

ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

আপডেট  07:08 PM, অগাস্ট ১০ ২০১৮   Posted in : রাজনীতি    

ঢাকায়স্বরাষ্ট্রমন্ত্রীরগাড়িতেবাসেরধাক্কা

ঢাকা, ১১ আগস্ট : বাস চলাচলে নৈরাজ্যের বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে গাড়িটির ক্ষতি হলেও মন্ত্রী সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন।

যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর অঙ্গীকার নিযে ট্রাফিক সপ্তাহের মধ্যেই শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর শেরেবংলা নগরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, রাত নয়টার দিকে নিউ ভিশন পরিবহনের একটি বাস মন্ত্রীর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ওই সময় তিনি গাড়িতে ছিলেন।

যে সময় এই দুর্ঘটনা ঘটে, তখন বাসে চালকের আসনে ছিলেন প্রকৃত চালকের সহকারী মানিক।

দুর্ঘটনা ঘটানো বাস (নম্বর- ঢাকা মেট্রো ব ১১-৭৪৭৫) ও চালকের আসনে থাকা মানিককে শেরেবাংলা নগর থানায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

আইন অনুযায়ী চালকের সহকারীর কখনই চালকের আসনে বসার কথা না। ফলে এই ঘটনায় দুর্ঘটনা ঘটানো সহকারীর পাশাপাশি চালককেও আইনের আওতায় আনা হবে।

জানতে চাইলে শেরেবাংলা নগর উপপরিদর্শক রুহুল আমিন জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে একজন রোগীকে দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন।

মন্ত্রীর গাড়িটি  কলেজ গেটের কাছে গেলে মিরপুর থেকে মতিঝিলগামী বাসটি পেছন থেকে ধাক্কা দেয়।

ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মন্ত্রী সুস্থ আছেন। গাড়িতে থাকা অন্য সবাই সুস্থ আছেন।

এই ঘটনার পর মন্ত্রী তার গাড়িতে করেই নিজ বাসায় ফিরে যান।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul