adimage

১৮ ডিসেম্বর ২০১৮
বিকাল ০৬:৩৯, মঙ্গলবার

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

আপডেট  05:26 PM, মার্চ ১১ ২০১৮   Posted in : রাজনীতি    

সোহরাওয়ার্দীতেসমাবেশেরঅনুমতিপায়নিবিএনপি

স্পোর্টস ডেস্ক, ১১ মার্চ : দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ে সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে পুর্বঘোষিত আগামী কাল সোমবারের সমাবেশের অনুমতি এখনো পায়নি বিএনপি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, আগামীকালের জনসভার জন্য বিএনপি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। অথচ বিকাল হয়ে গেলেও এখনো পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হচ্ছে না। দেশের কোথাও জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যাচ্ছে না। অনুমতি দিতে গড়িমসি, ১৪৪ ধারা জারি এবং কোথাও কোথাও সংকীর্ণ স্থানে অনুমতি দেয়া হলেও সেখানে নেতাকর্মীদের আসতে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে।

জনসভা করতে বাধা দেয়া, বিএনপি কর্মীদেরকে গ্রেফতার করে দমন-পীড়নকে আঁকড়ে ধরা হচ্ছে শুধুমাত্র আগামী নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করার জন্য। আমাদের সকল প্রস্তুত সম্পন্ন হয়ে রয়েছে, আজকে রাতের মধ্যে যখনি অনুমতি দেয়া হোক আমরা আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে সক্ষম হবো।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul