adimage

২১ নভেম্বর ২০১৯
বিকাল ১০:০৭, বৃহস্পতিবার

ইসলামী ব্যাংক বগুড়া জোনে শরী‘আহ্ সচেতনতা শীর্ষক আলোচনা

আপডেট  11:26 AM, মে ০৯ ২০১৮   Posted in : ব্যাংক-বীমা    

ইসলামীব্যাংকবগুড়াজোনেশরী‘আহ্সচেতনতাশীর্ষকআলোচনা

ঢাকা, ৯ মে : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দিন রব্বানী।

বাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মো. মতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা এবং ব্যবসায়ী ও সমাজসেবক তাহেরা রহমান।

সভায় ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul