adimage

২১ নভেম্বর ২০১৯
সকাল ০১:৫৮, বৃহস্পতিবার

বাপ্পা-তানিয়ার ঘরে আসছে নতুন অতিথি

আপডেট  03:44 AM, নভেম্বর ০৪ ২০১৯   Posted in : বিনোদন    

বাপ্পা-তানিয়ারঘরেআসছেনতুনঅতিথি

বিনোদন ডেস্ক, ৪ নভেম্বর : গত বছরের মাঝামাঝি সময়ে বিয়ে খবর দিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল তানিয়া হোসাইন। এবার নতুন অতিথি আগমনের খবর দিলেন তারা। এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) আয়োজন করা হয় ‘সাধ’ অনুষ্ঠান। এতে তাদের শুভকামনা জানাতে উপস্থিত হন আত্মীয়-স্বজন, কাছের বন্ধু ও সহকর্মীরা।

ঘটা করেই এ দম্পতি জানান, তাদের ঘর আলো করে আসছে কন্যাসন্তান।

অনুভূতি প্রকাশ করে বাপ্পা মজুমদার বলেন, সবার কাছে দোয়া কামনা করছি। আশা করছি, ডিসেম্বরে সবাইকে সুখবর দিতে পারবো।

উচ্ছ্বসিত তানিয়া জানান, এটা অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। পরিবারের সবাই এখন তার জন্য অপেক্ষা করছে।

গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul