adimage

২৩ অক্টোবর ২০১৯
বিকাল ০৮:০৫, বুধবার

দুই বছর পর মঞ্চে ‘ময়ূর সিংহাসন’

আপডেট  01:14 AM, অক্টোবর ০৫ ২০১৯   Posted in : বিনোদন    

দুইবছরপরমঞ্চে‘ময়ূরসিংহাসন’

বিনোদন ডেস্ক, ৫ অক্টোবর : প্রায় দুই বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে মঞ্চের জনপ্রিয় নাটক ‘ময়ূর সিংহাসন’। আরণ্যক নাট্যদলের দর্শকপ্রিয় প্রযোজনা এটি। ১৯৯৯ সালে প্রথম মঞ্চে আনা হয় নাটকটি।

২০০৯ সালে নাটকটির শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। শততম মঞ্চায়নের পর অনেকটা অনিয়মিতভাবেই প্রদর্শিত হয়ে আসছে এটি। আগামী ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে প্রদর্শিত হবে আরণ্যকের ৩২তম এই প্রযোজনা। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন শাহ আলম দুলাল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, আমিনুল হক, আমিন আজাদ প্রমুখ।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul