adimage

২৩ অক্টোবর ২০১৯
বিকাল ০৭:৫১, বুধবার

প্রথম চুমুর অভিজ্ঞতা জানালেন কঙ্গনা

আপডেট  01:52 AM, অক্টোবর ০৩ ২০১৯   Posted in : বিনোদন    

প্রথমচুমুরঅভিজ্ঞতাজানালেনকঙ্গনা

বিনোদন ডেস্ক, ৩ অক্টোবর : বলিউডে এই সময়ের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম কঙ্গনা রানাওয়াত। তাকে বেশ কয়েকটি নারী প্রধান ছবিতে দেখা গেছে। নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শককে তিনি যেমন মুগ্ধ করেছেন তেমনি নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকেন সব সময়।

ঠোঁটকাটা বলেই পরিচিত বলিউডের এই নায়িকা। কোনো বিষয়ে মুখ খুললেই তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। এই নায়িকা জানালেন, সেই সময় তার বয়স ছিলো মাত্র ১৭ বছর। এক পাঞ্জাবি ছেলে তার বয়ফ্রেন্ড ছিল। কথায় কথায় সে তাকে বাচ্চা মেয়ে বলত। আর সেই সময় জেদের বসে ঘটনাটি ঘটান তিনি। কঙ্গনা রানাওয়াত বলেন, ‘তখন আমার মাত্র ১৭ বছর বয়স। এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিলাম আমি। তার সূত্র ধরেই এক পাঞ্জাবি ছেলের সঙ্গে পরিচয় হলো আমার। ছেলেটি আমাকে জানায়, আমি নাকি বাচ্চা মেয়ে। আমি তাকে ফোন করতে থাকি? সোজাসুজিই বলি আমাকে বড় করে দাও ?’

কঙ্গনা আরো বলেন, ‘আমি প্রথম যখন চুমু খাই? আমার ঠোঁটের মধ্যে ঠোঁট লাগিয়ে দিয়েছিল আমার বয়ফ্রেন্ড ? দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার ? আমি মুখ নাড়াতেই পাচ্ছিলাম না ? ভীষণ ভয় পেয়ে গিয়ে ছিলাম।’

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul