adimage

২১ নভেম্বর ২০১৯
সকাল ০৭:১৩, বৃহস্পতিবার

মন ভালো নেই আমির-কন্যা ইরার

আপডেট  02:09 AM, অগাস্ট ২৪ ২০১৯   Posted in : বিনোদন    

মনভালোনেইআমির-কন্যাইরার

বিনোদন ডেস্ক, ২৪ আগস্ট : বন্ধু মিশাল কৃপালনী পাড়ি দিয়েছেন আমেরিকা। এদিকে ইরা খান রয়ে গেছেন মুম্বাইতে। আর তাতেই মন খারাপ করেছে বলিউড নায়ক আমির খানের কন্যা ইরা খানের।ইনস্টা অ্যাকাউন্ট থেকে নিজেদের ছবি পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে সে কথা লিখেছেনও তিনি। তবে একেবারে ভেঙে পড়ার মেয়ে নন ইরা। মন খারাপ হলেও ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সব কিছু ঠিক হয়ে যাবে’।

নিজের সম্পর্কের ব্যাপারে কোনো দিন বিশেষ লুকোচুরি করেননি ইরা। কিছুদিন আগে ইনস্টাগ্রামে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি এখন কাউকে ডেট করছেন? উত্তরে তিনি নিজের এবং মিশাল কৃপালনীর ছবি দেন। সেই সঙ্গে ছবিতে ট্যাগও করে দেন মিশালকে। মাঝেমধ্যেই নিজেদের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।

সুপারস্টার আমির এবং তার সাবেক স্ত্রী রীনার মেয়ে ইরা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ। সম্প্রতি তার ফটোশুট নজর কেড়েছিল ভক্তদের। জংলা ছাপের ঘন রঙের পোশাক। সঙ্গে ভারী গয়না। কপালে বড় বিন্দি।প্রশ্ন, ‘হু আর ইউ?’

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul