adimage

২১ নভেম্বর ২০১৯
সকাল ০৭:২৩, বৃহস্পতিবার

দ্বিতীয় বিয়ে করেছেন দ্য রক

আপডেট  01:33 AM, অগাস্ট ২১ ২০১৯   Posted in : বিনোদন    

দ্বিতীয়বিয়েকরেছেনদ্যরক

বিনোদন ডেস্ক, ২১ আগস্ট : বিয়ে করেছেন ‘দ্য রক’ নামে পরিচিত অভিনেতা ডোয়াইন জনসন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে স্ত্রী লরেন হাসিয়ানের সাথে বিয়ের ছবি শেয়ার করে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন এই তারকা।

ইনস্টাগ্রামের পোস্টে ডোয়াইন জনসন জানান, ১৮ আগস্ট হাওয়াই দ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। স্ত্রীকে চুমু খাওয়ার একটি ছবি শেয়ার করে বিয়ের খবর জানিয়েছেন এই তারকা। ছবির কমেন্ট বক্স ভক্তদের শুভকামনায় ভাসছে।

বেশ লম্বা সময় ধরে প্রেম করেছেন সাবেক রেসলার ডোয়াইন জনসন এবং লরেন হাসিয়ান। ২০০৬ সালে শুরু হয়েছে তাদের প্রেম। ‘দ্য গেম প্ল্যান’ ছবির শুটিং এর সময় তাদের পরিচয় হয়েছে। এই যুগলের প্রথম সন্তান জেসমিন জন্ম নিয়েছে ২০১৫ সালে এবং তিয়ানা জন্ম নিয়েছে ২০১৮ সালে।

সাবেক স্ত্রী প্রযোজক ড্যানি গ্রাসিয়ার সঙ্গে ডোয়াইন জনসনের বিয়ে হয় ১৯৯৭ সালে। ২০০১ সালে তাদের মেয়ে সিমোন আলেক্সান্দ্রার জন্ম হয়। ২০০৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul