adimage

২১ অক্টোবর ২০১৯
বিকাল ০৯:৪৪, সোমবার

দুই বছর প্রেমের পর ঘর বাঁধলেন ঈশানা

আপডেট  02:14 AM, Jul ১২ ২০১৯   Posted in : বিনোদন    

দুইবছরপ্রেমেরপরঘরবাঁধলেনঈশানা

বিনোদন ডেস্ক, ১২ জুলাই : অবশেষে প্রেমিকের সাথে ঘর বাঁধলেন দর্শকপ্রিয় অভিনেত্রী ঈশানা। বুধবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

সারিফ চৌধুরী একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ইশানা ও তার প্রেম টানা দুই বছরের। এই বিয়ের মধ্য দিয়ে সম্পর্ক পেল পূর্ণতা। অস্ট্রেলিয়া থেকে ছুটিতে দেশে এসেই সারিফ সেরে ফেললেন বিয়ের পর্ব। ফিরে যাবেন শিগগিরিই। সঙ্গে যাবেন ঈশানাও। তাই পারিবারিক সম্মতিতে হুট করেই বিয়ের আয়োজন করা হয় বলে ঈশানা জানিয়েছেন।

ঈশানা বলেন, এখন সংসার নিয়েই থাকতে চাই। তবে আপাতত দেশে থাকা হচ্ছে না। শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করবো। নতুন জীবন শুরু করেছি, সবার দোয়া চাই।

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়শিল্পী হিসেবে মিডিয়ায় আসেন ঈশানা।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul