adimage

২১ Jul ২০১৯
বিকাল ১১:৪৬, রবিবার

মনে হয় আপনার গার্লফ্রেন্ড নেই, সাংবাদিককে নায়ক!

আপডেট  07:37 AM, মে ১৬ ২০১৯   Posted in : বিনোদন    

মনেহয়আপনারগার্লফ্রেন্ডনেই,সাংবাদিককেনায়ক!

বিনোদন ডেস্ক, ১৬ মে : চলতি বছরে শহিদ কাপুরের প্রথম ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে কয়েক দিন আগে। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ‘কবির সিং’-এ আত্মবিধ্বংসী মদারুর ভূমিকায় দেখা গেছে শহিদকে। এ ছবিতে তাঁর নায়িকা কিয়ারা আদভানি। ট্রেইলারে এ নতুন জুটির চুম্বনদৃশ্য এখন টক অব দ্য বি-টাউন।

‘কবির সিং’ ট্রেইলারে শহিদ কাপুর ও কিয়ারা আদভানির চুমুর দৃশ্যে উত্তাল নেট দুনিয়া। উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিক কিয়ারাকে জিজ্ঞেস করে বসেন, এই ছবিতে ঠিক কতগুলো চুমু একজন দর্শক প্রত্যাশা করতে পারে? উত্তরে ছবির নায়িকা বলেন, তিনি গুনে গুনে চুমু দেননি। সে সময় কিয়ারার পাশে দাঁড়ানো শহিদ। বলেন, ‘সে জন্য টাকা দিতে হবে।’

এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর একই সাংবাদিক ফের একই প্রশ্ন করেন। এবারও কিয়ারার হয়ে উত্তর দেন শহিদ। রেগে ওই সাংবাদিককে বলেন, ‘আপনার কি কোনো গার্লফ্রেন্ড নেই?’

‘মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই! আমি বলেছি, যদি আপনাকে ওই চুমুর দৃশ্য দেখতে হয়, তবে টাকা খরচ করতে হবে। এ কথা কখনোই বলিনি, ওই দৃশ্যের জন্যই টাকা খরচ করতে হবে। এটা আপনি ভেবে নিয়েছেন। কেন আপনি শুধু চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করছেন? মানুষ তো এই সিনেমায় অভিনয়ও করেছে!,’ ওই সাংবাদিককে বলেন শহিদ কাপুর।

২০১৭ সালে মুক্তি পাওয়া সন্দীপ বাঙ্গার তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি সংস্করণ ‘কবির সিং’। ওই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন বিজয় দেবেরাকোন্ডা ও শালিনি পান্ডে। হিন্দি রিমেকে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শহিদ কাপুর ও হালের আবেদনময়ী কিয়ারা আদভানি।

ট্রেইলারে দেখা যায়, সাবেক প্রেমিকা প্রীতির (কিয়ারা) অন্যত্র বিয়ের পর ছন্নছাড়া হয়ে যান কবির (শহিদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেন কবির সিং। সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে পড়েন। হয়ে পড়েন আত্মনিয়ন্ত্রণহীন। ট্রেইলারে রাগান্বিত শহিদকে দেখা গেছে। মারপিট দৃশ্যও রয়েছে। অন্যদিকে, কিয়ারা ছিলেন স্নিগ্ধ।

‘কবির সিং’ সিনেমায় প্রথমবার শহিদ কাপুরের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করলেন কিয়ারা আদভানি। এই ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ। আগামী ২১ জুন বড়পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ডিএনএ

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul