adimage

২৪ অগাস্ট ২০১৯
বিকাল ০৯:৫৯, শনিবার

মায়ের ছবি পোস্ট করে যা লিখলেন সানি লিওন

আপডেট  02:12 AM, মে ১৩ ২০১৯   Posted in : বিনোদন    

মায়েরছবিপোস্টকরেযালিখলেনসানিলিওন

বিনোদন ডেস্ক, ১৩ মে : মা দিবসে সকলেই যখন নিজের মায়ের ছবি পোস্ট করতে ব্যস্ত তখন নিজের মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে সানি লিওনের। সানি তার মাকে হারিয়েছেন। তিনি মায়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন। মা দিবসে ইনিস্টাগ্রামে ছোট বেলার একটি ছবি পোষ্ট করেছেন সানি। সেখানে তিনি লিখেছেন, ‘তোমাকে অনেক মিস করি মা। শুভ মা বিদস মামমা।’

পর্নস্টার সানি বলিউডে প্রবেশ করতেই সাড়া ফেলে দিয়েছিলেন। অ্যাডাল্ট ফিল্ম স্টার হিসেবে প্রথম থেকেই নজর কেড়েছিলেন সানি। কিন্তু সানি নিজেকে প্রমাণিত করেছেন। অভিনয়ে তিনি হয়ত অনেকটা সরগর নন কিন্তু নাচে তিনি বেশ পটু। আইটেম ডান্সে তিনি বেশ হট! আর সানি যে অপূর্ব সুন্দরী, তাতে তো কোন সন্দেহ নেই। যেই কারণে লাখো পুরুষের হৃদয়ে তিনি দোলা দেন।

এতদিন তো সানিকে দেখেছেন। আজ দেখুন সানির মাকে। সানির মা ভীষণ সুন্দরী ছিলেন। অনেকটা মায়ের মতোই দেখতে সানিকে। অর্থাৎ মা দিবসে সানির মায়ের ছবিতে একটা বিষয় স্পষ্ট হল, বংশ পরম্পরায় বেশ সুন্দর লিওন খানদান।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul