adimage

২৭ Jun ২০১৯
বিকাল ০৪:০৯, বৃহস্পতিবার

হঠাৎ রেগে গেলেন দীপিকা

আপডেট  12:19 AM, এপ্রিল ১৫ ২০১৯   Posted in : বিনোদন    

হঠাৎরেগেগেলেনদীপিকা

বিনোদন ডেস্ক, ১৫ এপ্রিল : জনপ্রিয় অভিনেতা রণবীরের সঙ্গে গত বছরই বিয়ে হয়ে দীপিকার। ইতিমধ্যে বলিউডের অন্যতম হটকেক বলতে যা বোঝায় তা এ দম্পতি। বিয়ের আগে ও পরে এ পর্যন্ত একাধিকবার অস্বস্তিকর নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাদের।

ফের এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়ে রেগে গেলেন দীপিকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে দীপিকার কাছে তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চান সাংবাদিকরা। তাকে জিজ্ঞাসা করা হয় মা হওয়া নিয়ে কী ভাবছেন তিনি। ব্যস এতেই রেগে যান বলিউডের এই অভিনেত্রী।

সোজাসাপ্টা উত্তর দেন, যেদিন আপনারা এই প্রশ্ন করা বন্ধ করবেন সেদিনই পরিবর্তন আসবে। যখন এটা হওয়ার, তখন হবে। নিশ্চয়ই সময় মতো মা হবো। একজন দম্পতি বা নারীর ওপর এই বিষয়টা জোর করে চাপিয়ে দেয়া ঠিক নয়। এই প্রসঙ্গ রণবীর সিং এড়িয়ে গেলেও মুখের ওপরই জবাব দেন নায়িকা। যা দেখে একেবারে চুপ হয়ে যান সাংবাদিকরা।

এদিকে আপাতত ক্যারিয়ারেই মন দিয়েছেন এই তারকা দম্পতি। রণবীর সিংয়ের হাতে রয়েছে ‘৮৩’, ‘তখত’ এর মতো ছবি। অন্যদিকে দীপিকা কাজ করছেন ‘ছাপাক’ ছবিতে।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul