adimage

২৭ Jun ২০১৯
বিকাল ০৪:১৩, বৃহস্পতিবার

বরুণের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন আলিয়া ভাট

আপডেট  12:55 AM, এপ্রিল ১২ ২০১৯   Posted in : বিনোদন    

বরুণেরসঙ্গেসম্পর্কনিয়েযাবললেনআলিয়াভাট

বিনোদন ডেস্ক, ১২ এপ্রিল : বলিউড সেনসেশন আলিয়া ভাটের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই তার দর্শক-শুভানুধ্যায়ীদের। আলিয়া একাধিক নায়কের সঙ্গে প্রেম করেছেন এমন কথাও শোনা যায়।

আলিয়ার প্রেমিকের তালিকায় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও রয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। ভারিয়া নামে একটা সময় বেশখ্যাত ছিলেন তারা। আলিয়া-বরুণ রসায়ন একটা সময় ভালোই জমে উঠেছিল। পরে অবশ্য সেই সম্পর্ক পূর্ণতা পায়নি।

সম্প্রতি এক অনুষ্ঠানে বরুণের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় আলিয়াকে। এ দুই তারকা অভিনীত 'কলঙ্ক' ছবির প্রমোশনে একটি রেডিও চ্যানেলে এসেছিলেন বরুণ ও আলিয়া। সেখানে দুজনকে প্রশ্ন করা হয়, কখনও একে অন্যের প্রেমে পড়েছেন কিনা।

জবাবে আলিয়া জানান, তার 'ক্রাশ'র তালিকা অনেক বড়; কাজেই এ নিয়ে কথা না বলাই নাকি ভালো। অন্যদিকে সোজাসাপ্টা উত্তর দেন বরুণ। তিনি জানান, ওদের সম্পর্ক কেবল বন্ধুত্বেরই ছিল। এমনকি এ যুগের রোমান্টিক প্রেমের থেকেও এটি অনেক বেশি ভালো একটি সম্পর্ক।

প্রসঙ্গত, 'স্টুডেন্ট অব দি ইয়ার' ছবি থেকে বরুণ আলিয়ার জুটি বেঁধে কাজ করা শুরু। এর পর বেশ কয়েকটি ছবিতেই দেখা মিলেছে দুজনের।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul