adimage

২১ অগাস্ট ২০১৮
সকাল ০১:০৭, মঙ্গলবার

মা হয়ে ফিরলেন পাওলি!

আপডেট  06:04 AM, অগাস্ট ১০ ২০১৮   Posted in : বিনোদন    

মাহয়েফিরলেনপাওলি!

বিনোদন ডেস্ক, ১০ আগস্ট : বিয়ের পর পুরোপুরি সংসারী হয়ে গেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী পাওলি দাম। বিয়ের পর অনেক দিন বিরতিতে ছিলেন পাওলি। মূলত, নিজের মনমতো কোনো চরিত্র খুঁজে পাচ্ছিলেন না তিনি। তবে এবার মনের মতো চরিত্র নিয়েই বলিউডে ফিরছেন এই টালিউড নায়িকা।

এ ব্যাপারে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘হালকা’ নামে ছবির শুটিং হয়েছে বস্তিতে। এতে মায়ের চরিত্রে অভিনয় করছেন পাওলি। ছবিটি পরিচালনা করেছেন নীল মাধব পাণ্ডা। জানা গেছে, প্রথমে একটু দ্বিধাবোধ থাকলেও শুটিং শুরু হতেই তা কেটে যায় পাওলির।

সেপ্টেম্বর মাসের ৭ তারিখ মুক্তি পাবে ছবিটি।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul