adimage

১৯ সেপ্টেম্বর ২০১৮
সকাল ১০:৪৩, বুধবার

ইতালিতে স্কুটার দুর্ঘটনায় আহত অভিনেতা জর্জ ক্লুনি

আপডেট  06:08 AM, Jul ১১ ২০১৮   Posted in : বিনোদন    

ইতালিতেস্কুটারদুর্ঘটনায়আহতঅভিনেতাজর্জক্লুনি

বিনোদন ডেস্ক, ১১ জুলাই : হলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি ইতালিতে স্কুটার দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুলাই) দেশটির সার্দিনিয়া আইল্যান্ডে তার সবশেষ টিভি সিরিজ ‘ক্যাচ-২২’র চিত্রগ্রহণের সময় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর কোনো আঘাত না পেলেও, হাঁটুতে চোট পেয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোসেফ হেলারের ক্লাসিক উপন্যাস ‘ক্যাচ-২২’ অবলম্বনে নির্মিত হচ্ছে টিভি সিরিজটি। ছয় পর্বের এই টিভি সিরিজটি ২০১৯ এ যুক্তরাষ্ট্রের হুলু, যুক্তরাজ্যের চ্যানেল ফোর এবং ইতালির স্কাই ইতালিয়া চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul