adimage

১৯ সেপ্টেম্বর ২০১৮
বিকাল ০৬:২৭, বুধবার

বিয়ের মেহেদী নিয়েই লালগালিচা মাতালেন সোনম

আপডেট  08:58 AM, মে ১৫ ২০১৮   Posted in : বিনোদন    

বিয়েরমেহেদীনিয়েইলালগালিচামাতালেনসোনম

বিনোদন ডেস্ক, ১৫ মে : বরাবরের মতো এ বছরও দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাইয়ের পর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন সোনম কাপুর।

সপ্তাহখানেক আগেই বিয়ে করেছেন ৩২ বছর বয়সী এ অভিনেত্রী। বিয়ের মেহেদী এখনো মুছে যায়নি। সেই মেহেদী রাঙা হাত নিয়েই সদর্পেই লালগালিচায় হেঁটেছেন সোনম।

কানে নিজের প্রথম দিন লালগালিচায় সোনম পরেছেন রালফ ও বুশোর ডিজাইন করা অফ হোয়াইট রঙের গাউন।  

সোনমের সঙ্গে একই দিন কানের লালগালিচা আলো করেছেন পাকিস্তানের প্রধানসারির অভিনেত্রী মাহিরা খান।  দু'জন একসঙ্গেই হেঁচেছেন লালগালিচায়।  কাজ করার সূত্রে বলিউডেও বেশ পরিচিত আছে মাহিরার।  কানেও সোনম-মাহিরা দু'জনকে পাওয়া গেছে বেশ ফুরফুরে মেজাজে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul