adimage

২৫ মে ২০১৮
সকাল ০৮:৫৪, শুক্রবার

আসিফের গানের মডেল এভ্রিল

আপডেট  06:01 AM, মে ১৩ ২০১৮   Posted in : বিনোদন    

আসিফেরগানেরমডেলএভ্রিল

বিনোদন ডেস্ক, ১৩ মে : সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন গান 'কসম' মডেল হয়েছেন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'র আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল।ওমর ফারুকের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীত পরিচালনায় পংকজ। ভিডিও পরিচালনা করেছেন ইমন।

এভ্রিল বলেন, আমি আসিফ ভাইয়ের গানের পাগল। তিনি বাংলা গানের যুবরাজ। তার গানে মডেল হতে পেরে ভালো লাগছে। গানটি অনেক সুন্দর। অডিও যে কারো ভালোলাগার মতো। ভিডিওটাও সুন্দর করার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, সবার নজর কাড়বে।

আসিফ বলেন, আমি সব সময় গানের কথা ও সুরকে প্রাধান্য দিই। এই গানটির ক্ষেত্রেও সেটা বজায় ছিল। বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হলো এভ্রিল। গানটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul