adimage

১৯ অক্টোবর ২০১৮
বিকাল ০৫:২৯, শুক্রবার

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মন্দিরা বেদী

আপডেট  04:53 PM, ফেব্রুয়ারী ১২ ২০১৮   Posted in : বিনোদন    

ফেরসোশ্যালমিডিয়ায়ভাইরালমন্দিরাবেদী

বিনোদন ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : শরীরচর্চা শুধু ছেলেরাই করতে পারেন একদমই ঠিক নয়। সেটা আরও একবার প্রমাণ করলেন ৪৫ বছর বয়সী অভিনেত্রী মন্দিরা বেদী। মেয়েরাও যে ছেলেদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই, এমনকি শাড়ি পরেও যে মেয়েরা ছেলেদের মতই শরীরচর্চা করতে পারে এবার সেটা হাতেনাতে দেখিয়ে দিলেন এই অভিনেত্রী।

খেলার মাঠ থেকে সিনেমার জগত সব জায়গায় অবাধে বিচরণ করেন তিনি। যে কোনও ব্র্যান্ড প্রমোশন হোক বা খেলার মাঠের কমেন্ট্রি, একবার ডাকলেই তিনি চেষ্টা করেন পৌঁছে যেতে। কিন্তু এইসবের মাঝেও প্রতিদিন নিজের শরীর চর্চার জন্য সময় ঠিক বের করে ফেলেন তিনি।

কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে তিনি শাড়ি পড়ে পুশ আপ করে সেই ভিডিও তিনি নিজের সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। আর এরপরই সেই ভিডিও নিয়ে নেট দুনিয়া জুড়ে পড়ে যায় হইচই। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সোজাসুজি বলেন, ‘আমি অন্য সবকিছু বাদ দিতে পারি। কিন্তু প্রতিদিন শরীরচর্চা করা আমার কাছে নিঃশ্বাস নেওয়ার মতো। ওটা একদিন বাদ পড়লে আমার অস্বস্তি হয়।’

তিনি বলেন, ‘শুধু শাড়ি কেন, আমি তো সেজেগুজে যে কোনও পোশাকে পুশ আপ করতে পারি। এমনকি প্রয়োজন পড়লে হিল পরেও শরীর চর্চা করার ক্ষমতা আমার আছে। কারণ আমি ছোটবেলা থেকে এটাই করে বড় হয়ছি।এটা এখন আমার রক্তে।’

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul