adimage

২৩ মে ২০১৮
সকাল ০৭:৩০, বুধবার

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে কনসাল জেনারেলের মতবিনিময়

আপডেট  06:35 AM, জানুয়ারী ১৫ ২০১৮   Posted in : প্রবাস বাংলা    

সৌদিতেপ্রবাসীবাংলাদেশিদেরসাথেকনসালজেনারেলেরমতবিনিময়

সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গণশুনানি ও মতবিনিময় সভা করেছেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল। মিশনের সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছানো এবং প্রবাসীদেরকে সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯টায় ইয়ানবুর জিনাক হোটেলে আয়োজিত গণশুনানি ও মতবিনিময় সভায় কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন সরাসরি প্রবাসীদের কথা শুনেন।

কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ বিমানে ভ্রমণ, অর্জিত অর্থ বৈধ পথে দেশে প্রেরণ, সঞ্চিত অর্থ দিয়ে ওয়েজ অর্নাস বন্ড ক্রয় এবং প্রবাসী হিসাবে ওয়েজ অর্নাস কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের আহবান জানান।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারী, গণমাধ্যম প্রতিনিধি এবং ইয়ানবু অঞ্চলে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul