adimage

২৭ Jun ২০১৯
সকাল ০৩:৫১, বৃহস্পতিবার

সাভারে পিকআপ-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত

আপডেট  04:13 AM, সেপ্টেম্বর ০৩ ২০১৮   Posted in : ঢাকা    

সাভারেপিকআপ-ট্রাকেরসংঘর্ষেতিনজননিহত

সাভার, ৩ সেপ্টেম্বর : সাভারে পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষে প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৫৫), পিকআপের চালক খলিলুর রহমান (৬৫) ও যাত্রী নুরুন্নবী।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী সকালে বলেন, মীর আখতার গ্রুপের পিকআপে করে তিনজন সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে বলিয়ারপুরে সিএনজি পাম্পের সামনে ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এসআই। তিনি আরো জানান, আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul