adimage

২৩ এপ্রিল ২০১৮
সকাল ০৫:৪৩, সোমবার

ময়মনসিংহ প্রেস ক্লাবের সম্পাদক মহিউদ্দিন

আপডেট  08:44 PM, ডিসেম্বর ৩০ ২০১৭   Posted in : ঢাকা    

ময়মনসিংহপ্রেসক্লাবেরসম্পাদকমহিউদ্দিন

ময়মনসিংহ : ময়মনসিংহ প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মহিউদ্দিন আহাম্মদ।

শেখ মহিউদ্দিন আহাম্মদ দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকনকে ৬ ভোটে পরাজিত করেছেন। মহিউদ্দিন আহাম্মদ ৪৪ ভোট পেয়েছেb। তিনি ‘দৈনিক ইত্তেফাক’, অনলাইন পত্রিকা ‘রাইজিংবিডিডটকম’ ও টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এ কর্মরত।

পদাধিকার বলে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান সভাপতি হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন- মো. নওয়াব আলী ও অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন। কোষাধ্যক্ষ পদে নিয়ামুল কবির সজল, যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম, বিভাগীয় সম্পাদক পদে অমিত রায়, আতাউর রহমান জুয়েল প্রকৌশলী নজরুল ইসলাম মো. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন।

সদস্য পদে বিজয়ীরা হলেন- অ্যাডভোকেট আনিসুর রহমান হাতেম, অ্যাডভোকেট আনোয়ারুল হাসান রুমি, ডা. কে. আর ইসলাম, মীর গোলাম মোস্তফা, মো. বাবুল হোসেন, রবীন্দ্রনাথ পাল ও মো. আব্দুল হাশিম।

উৎসবমুখর পরিবেশে শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত একটানা ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। ৮৬ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোট দিয়েছেন।

শুক্রবার রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান ফলাফল ঘোষণা করেন।সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul