adimage

২৪ অগাস্ট ২০১৯
বিকাল ০৯:২৪, শনিবার

রোহিঙ্গাদের ওপর হেলিকপ্টার নিয়ে সামরিক হামলা, নিহত ৫

আপডেট  04:20 PM, এপ্রিল ০৪ ২০১৯   Posted in : জাতীয় আন্তর্জাতিক    

রোহিঙ্গাদেরওপরহেলিকপ্টারনিয়েসামরিকহামলা,নিহত৫

ঢাকা, ৪ এপ্রিল : রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে হেলিকপ্টার নিয়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে ৫ রোহিঙ্গা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৩ জন। স্থানীয় গ্রামবাসী ও একজন সংসদ সদস্য রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি রাখাইনের বুথিডং শহরের কাছে অবস্থিত রোহিঙ্গা গ্রাম কিন তুয়াংয়ে এ ঘটনা ঘটে। হতাহতরা বাঁশ কাটছিলেন।

গ্রামের একজন স্থানীয় নেতা জাকির আহমেদ বলেন, ‘হেলিকপ্টার থেকে হামলায় পাঁচজন মারা গেছে। বুধবার বিকাল ৪ টার দিকে হামলাটি হয়।’

তিনি বলেন, ‘এখন গ্রামের মানুষ ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না।’

এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর মেজর-জেনারেল তুন তুন নি বলেন, ‘এ ঘটনার ক্ষেত্রে বাস্তবে কী ঘটেছে বিস্তারিত ও সত্য তথ্য যথাসময়ে জনগণের সামনে তুলে ধরা হবে।’ -ইত্তেফাক

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul