ঢাকা, ১০ ফেব্রুয়ারি : রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে তিনি জানান।
রাত সাড়ে ৯টার পর ডিপোতে থাকা একটি গাড়ির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। -প্রথম আলো
Comments
এই পেইজের আরও খবর