adimage

২১ অক্টোবর ২০১৯
বিকাল ০৭:৩২, সোমবার

১৮ ঘণ্টা পর স্বাভাবিক হল খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

আপডেট  07:50 AM, জানুয়ারী ১৯ ২০১৯   Posted in : জাতীয় খুলনা    

১৮ঘণ্টাপরস্বাভাবিকহলখুলনারসঙ্গেসারাদেশেররেলযোগাযোগ

খুলনা, ১৯ জানুয়ারি :  ১৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

শনিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি দুটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়।
এরআগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর স্টেশন থেকে ২০০ গজের মধ্যে ফুলবাড়ি রেলগেটের কাছে বগি দুটি লাইনচ্যুত হয়।

কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে আলমডাঙ্গা থেকে রুপসা ট্রেনের ইঞ্জিন এনে পেছন থেকে ট্রেনটি উথুলি স্টেশনে নেয়া হয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul