adimage

২৪ অক্টোবর ২০১৯
সকাল ০৪:৫২, বৃহস্পতিবার

লক্ষ্মীপুরে লেগুনা-পিকআপ ভ্যান সংঘর্ষে পথচারী নিহত

আপডেট  07:49 AM, জানুয়ারী ১৯ ২০১৯   Posted in : জাতীয় চট্টগ্রাম    

লক্ষ্মীপুরেলেগুনা-পিকআপভ্যানসংঘর্ষেপথচারীনিহত

লক্ষ্মীপুর, ১৯ জানুয়ারি : লক্ষ্মীপুরে লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন স্বপন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের নুড়ি গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বপন সদর উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মো. সৌরভ নামে এক লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul